'কড়ক সিং'-এর হাত ধরে বলিউডে পা রাখলেন জয়া আহসান, এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা।



পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাঙ্ঘির সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন জয়া।



নিজের কমফোর্ট জোনের বাইরের ছবি, ভাষা নিয়ে চ্যালেঞ্জ... সব মিলিয়ে এই চিত্রনাট্য ছিল জয়ার কাছে অন্যতম আকর্ষণের জায়গা।



জয়ার মতে, এখন বলিউডে গ্ল্যামারের ধারণা বদলে দিয়েছে ওটিটিই। মানুষ এখন চরিত্রাভিনেতা খোঁজেন।



জয়া গল্পে বলেন, শ্যুটিংয়ের ফাঁকে নাকি সেটেই মোমো বানিয়ে সবাইকে খাওয়াতেন পঙ্কজ ত্রিপাঠি



জয়া ডায়েট ভুলে সেটে মজতেন নলেন গুড়ের রসগোল্লায়। তাঁকে প্রথম লিট্টি চোখা খাওয়ান পঙ্কজই।



মুম্বই ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শ্যুটিং। সেটে নাকি খাওয়া দাওয়ার বহরে ডায়েট ভুলতেন সবাই।



জয়া আরও বলেন, পঙ্কজ ত্রিপাঠি তাঁর কাছ থেকে বাংলা কথা ও বাংলাদেশের গল্প শুনতে চাইতেন। অভিনেতার স্ত্রী-ও বাঙালি।



ঢাকার বাড়িতে থাকলে জয়া অবসরের বেশিরভাগটাই কাটান গাছ ও পোষ্যদের নিয়ে।



নিজের গন্ডির বাইরে গিয়ে ভাল কাজ করা ও বিভিন্ন ভাষায় অভিনয় করাই জয়ার লক্ষ্য।