ছবিতে দেখা মেলে না বহুদিন, রাজনীতিতেও তেমন সক্রিয় নন মাঝে একবার বিতর্কে জড়ান, তাও কঙ্গনা রানাউতের সঙ্গে প্রায় ১৫ বছরের বিরতির পর, ছোটপর্দায় ফিরছেন ঊর্মিলা একটি নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা যাবে নিজেই ঘোষণা করেছেন ইনস্টাগ্রাম মারফত বিচারকের আসনে রেমো ডি’সুজাও, সঙ্গে সলমনের নায়িকা ভাগ্যশ্রী মায়েদের নিয়ে নাচের অনুষ্ঠান, তাতর হাত ধরেই ফিরছেন মেয়েদের স্বপ্নপূরণের পথে সাক্ষী হয়ে থাকতে চান ঊর্মিলা ঊর্মিলা, রেমো এবং ভাগ্যশ্রী, জমজমাট হতে চলেছে শো তবে মায়েদের শোয়ে গেলেও, মা হওয়া জরুরি মানেন না