কাল শুরু টি-টোয়েন্টি সিরিজ, অনুশীলনে মগ্ন ভুবনেশ্বর কুমার প্রোটিয়াদের বিরুদ্ধে ২২ গজে আগুন ঝড়াতে প্রস্তুত নবাগত উমরান মালিক অনুশীলনে ব্য়াট ঝালিয়ে নিচ্ছেন অক্ষর পটেল, সঙ্গী আবেশ খান প্রস্তুতি সারলেও ভাগ্য সঙ্গ দিল না, চোট পেয়ে ছিটকেই গেলেন কুলদীপ যাদব রাহুল ছিটকে যাওয়ার পর পন্থই নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে নেটে মারমুখি মেজাজে দেখা গেল রুতুরাজ গায়কোয়াডকে হার্দিক পাণ্ড্য ভারতের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলের ২ তরুণ তারকা ঈশান কিষাণ ও ভেঙ্কটেশ আইয়ারের দিকেও নজর থাকবে সতীর্থদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত উমরান মালিক দলের তারকা অলরাউন্ডারকে শেষ মুহূর্তের টিপস হেডকোচ রাহুল দ্রাবিড়ের