মায়ানগরীতে জমজমাট এ বছরের দুর্গাপুজো কাজলের ছেলে যুগ, ভোগ পরিবেশন করল ভাগ্নেকেও নিয়ে এলেন কাজল, সপরিবারের তুললেন ছবি প্যাস্টেল শেডের শাড়ি, বড় লাল টিপ পরেছিলেন কাজল পুজোর সাজের আলাদা ছবিও পোস্ট করেন সাবেকি সাজে বাজিমাত করলেন নায়িকা দেবীর চলে যাওয়া নিয়ে আবেগেও ভাসলেন কাজল তুতোবোন রানির সঙ্গে বিশেষ মুহূর্ত কাটালেন হাত পেতে ভোগ নিলেন ছেলের হাত থেকেও তারকা বন্ধুদের স্বাগত জানালেন হাসিমুখে