২০১১ সালে 'লেডিস ভার্সেস রিকি বহেল' ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে বলিউডে পা রাখেন পরিণীতি চোপড়া।



এরপর ২০১২ সালে মুক্তি পায় 'ইশকজাদে'। নায়িকার চরিত্রে অর্জুন কপূরের বিপরীতে অভিনয় করে মন জয়।



২০১৩ সালে 'শুদ্ধ দেশি রোম্যান্স' ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে কাজ করেন পরিণীতি। অন্য ধারার প্রেমের গল্পে মন কাড়ে এই ছবি।



এরপর ২০১৪ সালে পরপর তিনটি ছবি ও একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পায়। 'হসি তো ফসি', 'দাওয়াত-এ-ইশক' ও 'কিল দিল' ছবিতে দেখা যায় তাঁকে।



২০১৭ সালে মুক্তি পায় 'মেরি পেয়ারি বিন্দু'। আয়ুষ্মান খুরানার বিপরীতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেন পরিণীতি।



ওই একই বছরে মুক্তি পায় 'গোলমাল এগেইন'। 'গোলমাল' ফ্র্যাঞ্চাইজির ছবিতে অভিনয় করেন তিনি।



২০১৮ সালে 'নমস্তে লন্ডন' মুক্তি পায়। যদিও বক্স অফিসে তা বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।



২০২১ সালে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পায় 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। মিশ্র প্রতিক্রিয়া লাভ করে এটি।



২০২১ সালে সাইনা নেহওয়ালের ভূমিকায় আত্মজীবনীমূলক ছবিতে অভিনয় করেন তিনি। ছবির নাম 'সাইনা'।



চলতি বছরে সম্প্রতি মুক্তি পেয়েছে 'মিশন রানিগঞ্জ'। অক্ষয় কুমারের বিপরীতে এই ছবিতে কাজ করেন তিনি।