২০১৮ সালে বিয়ে হয়েছিল রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের, সেই খবর সবার জানা। তবে লেক কোমোয় সেই স্বপ্নিল বিয়ের আগেই নাকি বিয়ে হয়ে গিয়েছিল দীপভীরের! সদ্য কফি উইথ কর্ণের নতুন এপিসোডে প্রকাশ্যে এসেছে এই অজানা গল্প, বলছেন রণবীর স্বয়ং। যাতে আর কোনও প্রতিন্ধন্দ্বী না আসে, তাই নাকি ২০১৫ সালেই গোপনে বিয়ে সেরেছিলেন রণবীর-দীপিকা। আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা, সেই কথা জানতেন না কেউই। কোনও উদযাপনও করেননি দীপভীর। যাঁদের দাম্পত্য অনেকটাই খোলামেলা, সুখী, তাঁদের জীবনেও যে কত অজানা গল্প রয়েছেন, তা জানা যাবে নতুন এই এপিসোডে বলিউডের অন্যতম প্রিয় জুটি রণবীর-দীপিকা, তাঁদের সমীকরণ সবসময়েই নজর কাড়ে ক্যামেরার সামনে। কফি উইথ কর্ণের গল্পে উঠে আসবে, দীপভীরের জীবনের অনেক অজানা গল্প।