এগিয়ে আসছে দিন। ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দিরের। ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকার কাছে পৌঁছেছে আমন্ত্রণপত্র। রণবীর কপূর ও আলিয়া ভট্টের কাছে পৌঁছেছে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার নিমন্ত্রণ। গতকাল, অর্থাৎ ৮ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেন রণদীপ হুডা ও তাঁর স্ত্রী লিন লাইশ্রাম। পোস্ট করেন ছবি। অন্যদিকে এরইমধ্যে নিমন্ত্রণ পেয়েছেন আয়ুষ্মান খুরানা। ২২ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন অজয় দেবগণ। অভিনেত্রী কঙ্গনা রানাউতও ইতিমধ্যেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পত্র পেয়েছেন। রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকার নিমন্ত্রণ পেয়েছেন দক্ষিণের তারকা অভিনেতা ধনুশ। অন্যদিকে বলিউডের তারকা অভিনেতা জ্যাকি শ্রফ ও তাঁর ছেলে টাইগার শ্রফও পেয়েছেন আমন্ত্রণ। রামানন্দ সাগর পরিচালিত জনপ্রিয় 'রামায়ণ' ধারাবাহিকের মুখ্য দুই অভিনেতা অরুণ গোভিল ও দীপিকা চিখলিয়াও আমন্ত্রণ পেয়েছেন। সূত্রের খবর, অযোধ্যা রামমন্দির তৈরির কাজ একেবারে শেষ মুহূর্তে। ঝড়ের গতিতে চলছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব।