এই ছবির হাত ধরেই প্রথম দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা কাইফ



সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে লাল পোশাকে ছবির প্রচারে ধরা দিলেন ক্যাটরিনা কইফ



এই ছবির পরিচালনা করেছেন পরিচালক শ্রীরাম রাঘবন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর লুক।



লাল পোশাকে আজ অপূর্ব দেখাচ্ছিল ক্যাটরিনাকে। সদ্য ভিকির সঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি।



এর আগে, 'টাইগার ৩' ছবিতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। বিপরীতে ছিল সলমন খান।



এদিন সাংবাদিক সম্মেলনে ক্যাটরিনা শেয়ার করে নেন, বিজয় সেতুপতিকে এক অন্য লুকে দেখার অভিজ্ঞতা।



মেরি ক্রিসমাস ছবিতে কাজ করার সময় ক্যাটরিনা শুনেছিলেন, একটি ছবির জন্য নাকি নিজের লুক পরিবর্তন করছেন বিজয়।



সাদা চুল ও দাড়ি রাখছেন বিজয়, সেটা শুনেই তাঁকে একবার সেই লুকে দেখতে চেয়েছেন ক্যাটরিনা।



বিজয়কে সেই অন্য লুকে দেখে ক্যাটরিনা বেশ অবাক হয়েছিলেন, প্রশংসাও করেছিলেন।



ক্যাটরিনা জানিয়েছেন, এই কাজটির জন্য তিনি দীর্ঘ অপেক্ষায় ছিলেন।