বাবার কাছেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু হয়েছিল এ আর রহমানের। কিন্তু মাত্র ৯ বছর বয়সেই বাবাকে হারান তিনি। তারপর শুরু হয় কঠিন জীবন। স্কুলের পড়াশোনায় মন বসতে চায় না আর, পরে অন্য স্কুলে ভর্তি হন রহমান। গান ছাড়েননি। পিয়ানো বাজিয়েই নিজের কেরিয়ার শুরু করেন রহমান। আর স্কুল যাওয়া হল না তাঁর। ১১ বছর বয়সে রহমান যোগ দেন অর্কেস্ট্রায়। শুরু হয় বিজ্ঞাপনের জন্য জিঙ্গল বানানো। ১৯৯২ সালে মণি রত্নমের ছবি 'রোজা'-তে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান তিনি। আর তারপরেই ম্যাজিক। তাঁর সুর মূর্ছনায় মজেছেন আট থেকে আশি। আজ সেই সুরের জাদুকরের জন্মদিন। তাঁকে অনেকেই 'মোজার্ট অফ মাদ্রাজ' বলে থাকেন। পুরস্কারের ঝুলি তাঁর কম ভারি নয়। তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে 'জয় হো', 'তু হি রে' ইত্যাদি অন্যতম। ধর্ম বদল থেকে 'লৌহ কপাট'- বিতর্ক পেরিয়েও সেরা শিরোপা রহমানের মাথায়।