বিতর্ক এবং রামগোপাল ভার্মা, পরস্পরের সমার্থক হয়ে উঠেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে কুরুচিকর ট্যুইটে অভিযুক্ত তিনি জনজাতি নেত্রী দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন তাঁকে নিয়েই ট্যুইটারে 'রসিকতা' করেছেন রামগোপাল 'দ্রৌপদী রাষ্ট্রপতি হলে পাণ্ডব কারা?' 'তার চেয়েও বড় প্রশ্ন কৌরব কারা?' ট্যুইটারে এমনই প্রশ্ন পোস্ট করেন পরিচালক তাতেই বিতর্কে পড়েছেন রামগোপাল, দায়ের হয়েছে এফআইআর মতাত অবস্থায় তিনি ট্যুইট করেছেন বলে অভিযোগ রামুর সাফাই, দ্রোপদীর চরিত্র প্রিয় তাঁর, আঘাত করতে চাননি কাউকে তবে তাতেই বিতর্ক থামছে না, কড়া পদক্ষেপের দাবি উঠছে