Image Source: Pexels

সারাবছরই সানস্ক্রিন যেন আপনার সঙ্গে থাকে সেদিকে খেয়াল রাখুন।

Image Source: Pexels

সেই সঙ্গে জেনে নিন সানস্ক্রিন কেনার কয়েকটি নিয়ম।

Image Source: Pexels

সানস্ক্রিন কেনার সময় কোন কোন দিকে নজর রাখবেন?

Image Source: Pexels

সবার আগে নজর দিন এসপিএফে। ৩০ থেকে ৫০ রেঞ্জে কিনতে পারেন।

Image Source: Pexels

ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নিন নিজের জন্য।

Image Source: Pexels

বাচ্চাদের জন্যেও ব্যবহার করুন সানস্ক্রিন।

Image Source: Pexels

অয়েলি স্ক্রিন হলে জেল জাতীয় সানস্ক্রিন ব্যবহার করলে ভাল।

Image Source: Pexels

সাধারণত জল মিশিয়ে স্নানস্ক্রিন মাখলে ঘেমে গেলেও সমস্যা হবে না।

Image Source: Pexels

বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার।

Image Source: Pexels

ভাল ব্র্যান্ডের সানস্ক্রিন ত্বকের জন্য নিরাপদ।