সারাবছরই সানস্ক্রিন যেন আপনার সঙ্গে থাকে সেদিকে খেয়াল রাখুন। সেই সঙ্গে জেনে নিন সানস্ক্রিন কেনার কয়েকটি নিয়ম। সানস্ক্রিন কেনার সময় কোন কোন দিকে নজর রাখবেন? সবার আগে নজর দিন এসপিএফে। ৩০ থেকে ৫০ রেঞ্জে কিনতে পারেন। ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নিন নিজের জন্য। বাচ্চাদের জন্যেও ব্যবহার করুন সানস্ক্রিন। অয়েলি স্ক্রিন হলে জেল জাতীয় সানস্ক্রিন ব্যবহার করলে ভাল। সাধারণত জল মিশিয়ে স্নানস্ক্রিন মাখলে ঘেমে গেলেও সমস্যা হবে না। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার। ভাল ব্র্যান্ডের সানস্ক্রিন ত্বকের জন্য নিরাপদ।