এই একই উপায়ে বহু লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়েছে। তাই আগেভাগে সাবধান হোন।
অনেক দোকানেই দেখা যায় এই ধরনের লেখা। যেখানে সাইন বোর্ডে পাবেন- 'আধার কার্ড দিয়ে টাকা তোলা যায়'।
এখানে দোকানি থেকে আপনার আধার কার্ড নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দেয়। এর জন্য কিছু টাকা নেয় দোকানদার।
বিশেষ করে আপনি যদি বাইরের কোনও শহর বা মফসসল থেকে টাকা তুলতে চান, তাহলে ভুল করবেন।
ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ NPCI আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেম অর্থাৎ AEPS এর সুবিধা দিয়ে থাকে।
যদি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে কেবল আধার কার্ডের সাহায্যে এটিএম কার্ড ছাড়াই টাকা তোলা যায়।
এর জন্য মাইক্রো এটিএম-এ যেতে হবে। যেখানে আধার কার্ড ও আঙুলের ছাপ ব্যবহার করে টাকা তুলতে পারবেন।
সম্প্রতি আধার কার্ড থেকে টাকা তোলার নামে এক ব্যক্তিকে 15000 টাকা প্রতারণা করেছে দুই ব্যক্তি। আঙুলের ছাপ নিলেও সার্ভার ডাউন বলা হয়
পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতেই ১৫ হাজার টাকা উধাও বুঝতে পারেন গ্রাহক। তাই পরিচিত না হলে আধার দিয়ে টাকা তোলা থেকে বিরত থাকুন।