কিন্তু এমন কিছু পেনি স্টকে বিগত কয়েক বছরে বিপুল মুনাফা দিয়েছে।
Image Source: ABPLive AI
December 10, 2024
এগুলিই বাজারের আসল মাল্টিব্যাগার।
Published by: ABP Ananda
Image Source: ABPLive AI
এমনই একটি পেনিস্টক Praveg।
৪.৩৪ টাকা থেকে আজ ৭৪০ টাকায় উঠে এসেছে এই স্টক।
Image Source: ABPLive AI
১৫ হাজার শতাংশ রিটার্ন, তাও আবার মাত্র ৫ বছরে।
Image Source: ABPLive AI
১ লাখ বিনিয়োগে হয়ে গিয়েছে ১.৬৮ কোটি টাকা।
Image Source: ABPLive AI
বিগত ৩ বছরে এই স্টকের দাম ১৩৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩০ টাকা।
Image Source: ABPLive AI
তিন বছরেই ৫.২৫ গুণ বেড়েছে বিনিয়োগ।
Image Source: ABPLive AI
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।