স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করলে মারাত্মক পরিস্থিতি হতে পারে
সম্প্রতি স্টেট ব্যাঙ্কের নামে বাজারে ঘুরে বেড়াচ্ছে একটি ডিপ ফেক ভিডিয়ো। যা দেখিয়ে প্রতারকরা বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করছেন।
সম্প্রতি ভিডিয়ো নিয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক।
SBI তার গ্রাহক ও সাধারণ জনগণকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ডিপফেক ভিডিওগুলির বিষয়ে সতর্ক করেছে৷
এই জাল ভিডিওগুলি মিথ্যাভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শীর্ষ ম্যানেজমেন্টকে দেখিয়ে বিনিয়োগ প্রকল্প চালুর দাবি করেছে।
এসবিআই জানিয়েছে, এই ডিপ ফেক ভিডিওগুলি তৈরি করা হয়েছে দর্শকদের জাল স্কিমগুলিতে বিনিয়োগ করার জন্য।
এই ভিডিয়োগুলি সাধারণ মানুষকে প্রায়শই অবাস্তব উচ্চ আয়ের প্রতিশ্রুতি দেয়।
এই ধরনের প্রতারণামূলক স্কিমগুলির কথা বলছে প্রতারকরা। এই ধরনের স্কিম সাপোর্ট করে না ব্যাঙ্ক।
এই ভিডিওগুলি অত্যন্ত বাস্তবসম্মত ভিড়িও তৈরি করতে ছবি, ভয়েস এবং ফুটেজের কারসাজি করে সম্পূর্ণ জাল ভিডিয়ো তৈরি করে৷