আপনার আধার চিঠি/পিভিসি কার্ড বা এর ফটোকপি যেখানে-সেখানে ফেলে রাখবেন না।



আধার প্রকাশ্যে পাবলিক ডোমেনে বিশেষ করে সোশ্যাল মিডিয়া (এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম)তথা পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করবেন না।



কোনও অননুমোদিত সত্তার কাছে আপনার আধার ওটিপি প্রকাশ করবেন না।



আপনার এম-আধার পিন কারও সঙ্গে শেয়ার করবেন না।



যেখানে আপনি আধার নম্বর শেয়ার করতে চান না, সেখানে UIDAI ভার্চুয়াল আইডেন্টিফায়ার (VID) তৈরি করার সুবিধা দেয়।



আপনি সহজেই ভিআইডি তৈরি করে এটি আপনার আধার নম্বরের জায়গায় যাচাইয়ের জন্য ব্যবহার করতে পারেন।



আপনার যদি আপনার আধারের কোনও অননুমোদিত ব্যবহার সন্দেহ হয় তাহলে কী করবেন ?



আধার-সম্পর্কিত প্রশ্ন থাকে, তাহলে টোল-ফ্রি হেল্পলাইন 1947-এ UIDAI-এর সাথে যোগাযোগ করুন যা 24*7



এ ছাড়াও আপনি আধারের বিষয়ে help@uidai.gov.in-এ ইমেল করতে পারবেন ।



বেশিরভাগ নাগরকিই জানেন না আধার ব্যবহারের সঠিক পদ্ধতি। সেই ক্ষেত্রে কোনটা করবেন না তা ওপরে জেনে নিন ।