ফেব্রুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গেলেও কাজ হবে না; আপনার শহরে কবে কবে ছুটি ?



রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।



২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের লিস্টে প্রকাশিত।







৩ ফেব্রুয়ারি – সোমবার সরস্বতী পুজো উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১১ ফেব্রুয়ারি – এদিন থাই পুষম উৎসব উপলক্ষ্যে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।



১২ ফেব্রুয়ারি – এদিন শ্রী রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৫ ফেব্রুয়ারি – লুই-নাই-নি আঞ্চলিক উৎসবে শনিবার ইম্ফলে ব্যাঙ্ককর্মীদের ছুটি ।



১৯ ফেব্রুয়ারি – বুধবারে বেলাপুর, মুম্বই, নাগপুরে ছত্রপতি শিবাজী জয়ন্তী ।

২০ ফেব্রুয়ারি – আইজল ও ইটানগরে স্টেটহুড ডে উপলক্ষ্যে বন্ধ



২৬ ফেব্রুয়ারি – মহাশিবরাত্রি উপলক্ষে অনেক জায়াগায় ব্যাঙ্ক ছুটি থাকবে



২৮ ফেব্রুয়ারি – লোসারের জন্য এদিন গ্যাংটকে ছুটি ব্যাঙ্ককর্মীদের।



মনে রাখবেন, ব্যাঙ্ক ছুটি থাকলেও এটিএম ও অনলাইনে পরিষেবা চালু থাকবে সব ব্যাঙ্কের