Quant Multi Asset Fund 5 বছরের মেয়াদে তহবিলটি 31 শতাংশের বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে। তহবিলের টাকা আইটিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এলআইসি-তে রাখা হয়। আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড 5 বছরের মেয়াদে তহবিলের বার্ষিক রিটার্ন 23 শতাংশের বেশি। তহবিলটি ইক্যুইটি এবং ঋণ জুড়ে বিনিয়োগ করা হয় (সরকারি এবং কম-ঝুঁকিপূর্ণ সিকিউরিটি উভয়েই)। এইচডিএফসি মাল্টি অ্যাসেট ফান্ড গত 5 বছরে তহবিলটি 18.3 শতাংশের বার্ষিক রিটার্ন দিয়েছে। ইউটিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 5 বছরের মেয়াদে মিউচুয়াল ফান্ড 18 শতাংশের বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে। এসবিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 5 বছরের মেয়াদে এই তহবিলটি 16 শতাংশের বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে। ভারতের বাজারে স্টেট ব্যাঙ্ক মানেই ভরসার নাম। সেই ক্ষেত্রে এই ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ডে আস্থা রাখা ভুল হবে না।