চলতি বছরেই ভারতের শেয়ার বাজারে দিতে পারে দুরন্ত রিটার্ন। ১২-১৮ মাসের মধ্যে ফুলে উঠবে স্টক মার্কেটের পুঁজি।



সেই ক্ষেত্রে এই ১৬ স্টক দিতে পারে দুরন্ত রিটার্ন। অন্তত সেই কথাই বলছে অ্যাক্সিস সিকিউরিটিজ



অ্যাক্সিস সিকিউরিটিজের মতে, নিফটির মার্চ 2025 এ 27,000 পয়েন্টে যেতে পারে।



যদিও নিফটিতে বিয়ার রান হলে 19,700 পয়েন্টে যেতে পারে মার্কেট।



সেই ক্ষেত্রে অ্যাক্সিস সিকিউরিটিজ 10টি লার্জ ক্যাপ স্টক, 3টি মিডক্যাপ এবং 3টি স্মল ক্যাপ স্টক কেনার জন্য সুপারিশ করেছে৷



লার্জ ক্যাপ সুপারিশ
ICICI Bank | Target Price: ₹1,325

Coal India | Target Price: ₹550

Nestle India | Target Price: ₹2,880

State Bank of India | Target Price: ₹1,010

Varun Beverages | Target Price: ₹1,830

Bharti Airtel | Target Price: ₹1,650

TVS Motor Company | Target Price: ₹2,700

Cholamandalam Investment | Target Price: ₹1,575

HCL Technologies | Target Price: ₹1,650



মিডক্যাপ স্টক সুপারিশ
Aurobindo Pharma | Target Price: ₹1,330

Lupin | Target Price: ₹1,785

Federal Bank | Target Price: ₹205



স্মলক্যাপ স্টক কেনার সুপারিশ
CIE Automotive India | Target Price: ₹630

Westlife Foodworld | Target Price: ₹980

J Kumar Infraprojects | Target Price: ₹920



মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।