লোকসভা ভোটের ফল প্রকাশের পরই ভারতের জন্য সেরা স্টকগুলির তালিকায় বদল।



এই বদল করল আন্তর্জাতিক ব্রোকারেজ ফার্ম CLSA



কদিন আগেই মোদি সরকার ক্ষমতায় এলে ৫৪টি স্টকে বিনিয়োগের কথা বলে এই ফার্ম।



ব্রোকারেজ ফার্ম এক্সপোজার শুধুমাত্র ONGC ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে



কারণ এইগুলি গত ছয় মাসে 15% এরও কম রি-রেটিং করেছে৷



CLSA তার ভারত ফোকাস পোর্টফোলিওতে HCL Tech এনে L&T-কে সরিয়ে দিয়েছে।



L&T যা 2021 সালের জানুয়ারি পর থেকে CLSA পোর্টফোলিওতে রয়েছে।



এই শেয়ার একটি চিত্তাকর্ষক 106.2 শতাংশ পয়েন্টের চেয়ে বেশি পারফর্ম করেছে।



তার পরিবর্তেই আনা হয়েছে আইটি সেক্টরের HCL Tech। পাশাপাশি আইটিসি ব্রোকারেজের পছন্দের নাম হিসাবে উঠে এসেছে।



সিএলএসএ তালিকায় রয়েছে, রিলায়েন্স, এনটিপিসি, এনএইচপিসি, PFCL, এয়ারটেল, মহানগর গ্যাস, ইন্ডাস টাওয়ারস, অশোক লেল্যান্ড


Thanks for Reading. UP NEXT

১ জুন থেকেই বদলে যাবে আর্থিক এই নিয়মগুলি

View next story