১ জুন থেকেই বদলে যাবে আর্থিক এই নিয়মগুলি। যার প্রভাব পড়তে পারে আপনার নিত্য়দিনের জীবনে।



X-এর একটি পোস্টে কর্তৃপক্ষ বলেছে, যারা সময়সীমার মধ্যে এই কাজ করতে ব্যর্থ হবেন তাদের আরও বেশি (TDS) কাটা হবে।



2024 সালের জুনে ব্যাঙ্কগুলি 12 দিনের জন্য বন্ধ থাকবে৷ এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন (রবিবার) ও মাসের দ্বিতীয়, চতুর্থ শনিবার রয়েছে৷



এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য RTO-তে যেতে হবে না। বেসরকারি প্রশিক্ষণ স্কুলগুলিতে ড্রাইভিং পরীক্ষা দিলেই পাবেন লাইসেন্স৷



আধার কার্ডের ব্যবহারকারীরা আগামী 14 জুন পর্যন্ত তাদের কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন।



প্রতি মাসের ১ তারিখে এলপিজি সিলিন্ডারের দাম ১ জুন আপডেট করা হবে। জুনের প্রথমেও এর ব্যতিক্রম হবে না।


Thanks for Reading. UP NEXT

এই মাসিক স্কিমে পাবেন ৭.৪ শতাংশ সুদ, সরকারি নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতি

View next story