LIC-র প্রিমিয়ামের মতই মিউচুয়াল ফান্ডের SIP।



প্রতি মাসের নির্দিষ্ট দিনে ব্যাঙ্ক থেকে টাকা কাটে।



টাকার অঙ্ক নিজে ঠিক করা যায় কিস্তির।



নির্দিষ্ট ঐ দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা রাখা দরকার।



কোনও কারণে SIP মিস করলে কী হবে ?



অ্যাকাউন্টে টাকা না রাখায় SIP মিস হয়েছে।



SIP-র অটো ডেবিট বাউন্স হলে পেনাল্টি লাগতে পারে।



ব্যাঙ্ক এই জন্য জরিমানা ধার্য করতে পারে।



ব্যাঙ্কে ব্যালান্স না থাকায় ১০০-৭৫০ টাকা জরিমানা হতে পারে।



তবে কত জরিমানা কাটবে তা ব্যাঙ্কের উপর নির্ভর করে।