ব্য়াঙ্কের লকারে সোনা বা বিশেষ জিনিস রাখি আমরা। যা রাখার জন্য ব্যাঙ্ক লকারের চুক্তি করতে হয় আমাদের। এর জন্য ব্য়াঙ্ক গ্রাহকদের থেকে পরিষেবা চার্জ বাবদ টাকা নিয়ে থাকে। সেই ব্যাঙ্কের লকারে চুরি হলে কত টাকা ফেরত পাবেন আপনি ? ব্য়াঙ্কের সঙ্গে গ্রাহকদের লকার চুক্তির ভিত্তি অনুসারে, কোনও জিনিস চুরি বা পাওয়া না হলে তার দায় সম্পূর্ণ বর্তায় ব্যাঙ্কের ওপর। যার জন্য ব্য়াঙ্ককে বছরের ভাড়ার ১০০ গুণ বেশি ফেরত দিতে হবে গ্রাহককে। যদি আপনার ব্যাঙ্কের লকারের বার্ষিক ভাড়া হয় ১০০০ টাকা, সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা পাবেন গ্রাহক। ব্য়াঙ্কের লকারে গয়না, নথি, সম্পত্তির কাগজ, জন্মের শংসাপত্র, বিমার নথি, সেভিংস বন্ড ছাড়াও গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারেন। ব্যাঙ্ক লকারের নতুন নিয়ম অনুসারে, আপনি লকারে নগদ টাকা রাখতে পারবেন না। এ ছাড়াও অস্ত্র, ডাগ, বিস্ফোরক, রেডিও অ্য়াকটিভ রশ্মি বেরোয় এরকম জিনিস রাখতে পারবেন না লকারে। তবে অনেক ব্যাঙ্কের আলাদা রুল থাকতে পারে। তাই ব্যাঙ্কের লকারের চুক্তির বিষয়ে আগে সেই সম্পর্কে জেনেই তবে লকার ভাড়া নেবেন