RBI এখনও সরকারিভাবে ব্যাঙ্ক ছুটির তালিকা ঘোষণা করেনি। আগের বছরে হিসেবে এই তারিখগুলিতে সম্ভবত ব্যাঙ্ক ছুটি হতে পারে



1 জানুয়ারি বুধবার নতুন শুরুর দিন সারা দেশে ছুটি
6 জানুয়ারি সোমবার গুরু গোবিন্দ সিং জয়ন্তী
11 জানুয়ারি শনিবার মিশনারি ডে - মিজোরাম



11 জানুয়ারি দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্ক ছুটি
12 জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী
13 জানুয়ারি সোমবার লোহরি পঞ্জাব ও অন্যান্য রাজ্যে



14 জানুয়ারি মঙ্গলবার, সংক্রান্তি, পোঙ্গল
15 জানুয়ারি বুধবার, তিরুভাল্লুভার দিবস, তামিলনাড়ুতে



15 জানুয়ারি, বুধবার, টুসু পূজা, পশ্চিমবঙ্গ ও অসম
23 জানুয়ারি বৃহস্পতিবার, নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী
24 জানুয়ারি চতুর্থ শনিবার, সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ



26 জানুয়ারি, রবিবার, প্রজাতন্ত্র দিবস, সারা দেশে
30 জানুয়ারি বৃহস্পতিবার, সোনম লোসার, সিকিমে ছুটি



মনে রাখবেন ব্যাঙ্ক বন্ধ হলেও এটিএম ও অনলাইন পরিষেবা খোলা থাকবে, তাই আপনার সমস্যা হওয়ার কথা নয়



RBI ছুটির তালিকা প্রকাশ করলেও আপনার শহরের ভিত্তিতে ব্যাঙ্কের শাখা এই ছুটি ঠিক করে



সেই ক্ষেত্রে কোনও দিন বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকলেও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকতে পারে



তাই বছর শুরু আগে দেখে নিন ব্যাঙ্ক ছুটির তালিকা