রশ্মিকা মন্দানা, আলিয়া ভাট, কাজলের মতো অভিনেত্রীরা শিকার হয়েছেন ডিফফেকের



এই নতুন প্রযুক্তির জেরে চিন্তা বেড়েছে জনপ্রিয় তারকাদের



সম্প্রতি এই ডিফফেক ধরতে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে আইটি জায়ান্ট ম্যাকাফে



ভারতে সাম্প্রতিক সাইবার নিরাপত্তায় এই ডিপফেক ডিটেক্টর চালু করেছে কোম্পানি।



কারচুপি করা ভিডিয়ো সনাক্ত করার জন্য বিশ্বের প্রথম AI-চালিত টুল হিসেবে বাজারে আনা হয়েছে এই ডিটেক্টর।



এই ডিটেক্টর ডিভাইসে ফিপফেক অডিও ও ভিজ্যুয়ালগুলিকে ধরতে পারবেন রিয়েল-টাইমে ভিডিওগুলি বিশ্লেষণ করে



টুলটি স্বয়ংক্রিয়ভাবে এই কাজ করবে। তাই কারচুপি হওয়া ভিডিয়োগুলি সম্পর্কে আপনি তাত্ক্ষণিক সতর্কবার্তা পাবেন।



এর জন্য ব্যক্তিগত অডিও বা ভিডিয়ো তথ্য সংগ্রহ বা সঞ্চয় করার প্রয়োজনীয়তা নেই। এই ডিজাইনের ফলে ডিভাইসের ও ডেটার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর কাছেই থাকে।



এই ডিজাইনের ফলে ডিভাইসের ও ডেটার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর কাছেই থাকে।


৪৯৯ টাকায় প্রযুক্তি
প্রয়োজন অনুসারে বৈশিষ্ট্যটি 'এনাবল' বা 'ডিসাবল' করতে পারবেন ব্য়বহারকারী।