এখন সাধারণ বিষয় হয়ে গেছে সাইবার প্রতারণার মতো ঘটনা। নিত্য়দিন দেশের কোথাও না কোথাও এই জালিয়াতির শিকার হচ্ছে দেশবাসী।


১৪ ভাবে জালিয়াতি
দেশের সাম্প্রতিক ডিজিটাল জালিয়াতির অতীত বলছে, এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খালি করতে পারে স্ক্যামাররা।


ডিজিটাল অ্যারেস্ট
বর্তমানে সাইবার ঠগরা ডিজিটাল অ্যারেস্টের মাধ্যে লাখ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।


লোনের ফাঁদ
সাইবার ঠগরা কাগজপত্র ছাড়াই ঋণের টোপ দেয়। কেউ ফাঁদে পা দিলেই ঋণ দেওয়ার নামে ফি দাবি করে।


লটারির ফাঁদ
এই জালিয়াতিতে ঠগরা লটারি জিতেছেন বলে মেসেজ পাঠায়। পরে প্রাইজমানির টোপ দিয়ে মানুষকে ফাঁদে ফেলে।


ইনভেস্টমেন্ট ফ্রড
এখন ঠগরা 2 লাখরা 10 লাখ পাবেন বলে প্রতিশ্রুতি দেয়। একবার বিনিয়োগ করলেই ফোন বন্ধ পাবেন।


KYC ফ্রড
এখন কেওয়াইসি করাতে বলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি দেয় প্রতারকরা। এই মেসেজে ক্লিক করলেই ফাঁদে পড়বেন।


ভুয়ো চাকরির টোপ
সাইবার হামলাকারীরা বেকার যুবকদের ভুয়ো চাকরির নিয়োগের লিঙ্ক পাঠায় ও তাদের আবেদন করতে বলে।


ম্যাট্রিমোনিয়াল সাইটে ফ্রড
এখানে প্রতারকরা ম্যাট্রিমোনিয়াল সাইটে ভুয়ো প্রোফাইল দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে। পরে আত্মীয় অসুস্থ বলে টাকা চায়


পার্সেলে মাদক প্রতারণা
আপনার পার্সেলে মাদক পাওয়া গেছে বলে ফোন করে প্রতারকরা


চ্যারিটির নামে ফ্রড
এই ক্ষেত্রে দরিদ্র ব্যক্তির চিকিৎসার নামে বা এই ধরনের কাজের জন্য টাকা চায় প্রতারকরা।


নকল ওয়েবসাইট করে ফ্রড
প্রতারকরা আসল ওয়েবসাইটগুলির মতো দেখতে নকল ওয়েবসাইট তৈরি লোকেদের নকল পণ্য পাঠায়


টাকা ভুল করে ট্রান্সফার
আপনার অ্যাকাউন্টে টাকা ভুল করে ট্রান্সফার হয়ে গেছে বলে দাবি করে ঠগরা। এরপর তারা টাকা ফেরত দিতে বলে


সিস্টেমে ভাইরাস বলে জালিয়াতি
প্রতারকরা ফোন করে বলে, আপনার সিস্টেমে ভাইরাস আছে। আমরা এটি সরাতে একটি লিঙ্ক পাঠাচ্ছি। ক্লিক করলেই গেলেন..