বাজারে বলা হয়, রোম একদিনে তৈরি হয়নি। সেই কারণে একজন স্টক মার্কেট ইনভেস্টরকেও ধনী হতে অপেক্ষা করতে হয়। বাজারে এরকমই একটি আইপিও এসেছিল, যা 5,950 টাকাকে 1.27 লক্ষ টাকায় নিয়ে গেছে এই নিয়মটি একজন IPO (প্রাইমারি পাবলিক অফার) বিনিয়োগকারীর ক্ষেত্রেও প্রযোজ্য। টাটার এই শেয়ারে আইপিওর সময় বিনিয়োগ করলে এই বিপুল অর্থ আপনার হাতে আসত টাটা কোম্পানির এই শেয়ারের নাম টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা TCS নাম শুনেই বুঝতে পারছেন শুধু ভারত নয়, বিশ্বের অন্য়তম টেক কোম্পানি এটি। গত ২০ বছরে এই বিপুল রিটার্ন বিনিয়োগকারীদের দিয়েছে TCS এই বড় সময় ধরে যারা টাটার নামের ওপর ভরসা ও অপেক্ষা করেছেন তারা আজ সুফল পাচ্ছেন। TCS IPO 850 এর একটি নির্দিষ্ট মূল্যে চালু হয়েছিল। একটি লট সাতটি কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ছিল। TCS শেয়ার বরাদ্দকারীদের ন্যূনতম বিনিয়োগ ছিল 5,950 টাকা, TCS শেয়ারের দাম আজ NSE তে প্রায় 4,550 টাকা।