৫০ বছরেই পেতে চান ৫ কোটি টাকা ! কাজে দেবে এই ৩ কৌশল

Published by: ABP Ananda
Image Source: Freepik

বেশিরভাগ মানুষ এখন তাড়াতাড়ি অবসর নিতে চাইছেন।

Image Source: Getty

তার জন্য মোটা অঙ্কের টাকার দরকার হয়।

Image Source: Freepik

কেউ যদি ৫০ বছর বয়সে ৫ কোটি টাকা পেতে চান, কীভাবে জমাবেন ?

Image Source: Getty

এজন্য বিনিয়োগ দরকার, ২৫ বছর বয়স থেকে তা শুরু করা দরকার।

Image Source: Getty

১০ শতাংশ রিটার্ন ধরলে, মাসে ১৬,০৪২ টাকা জমালে ৫০ বছরে আপনি পাবেন ৫ কোটি টাকা।

Image Source: Getty

তবে ৩০ বছর বয়স হলে, তাকে মাসে ৩৩,৩৩৩ টাকা জমাতে হবে।

Image Source: Freepik

এক্ষেত্রে বয়স যত বাড়বে, মাসিক বিনিয়োগের অঙ্কও বাড়বে।

Image Source: Freepik

তবে কোনও ইনডেক্স মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে তা ন্যূনতম ১২ শতাংশ রিটার্ন দেয়।



লার্জক্যাপ ফান্ডে রাখলে তাঁর রিটার্ন আসবে ১৫-১৮ শতাংশ হারে।

Image Source: Getty

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Image Source: Getty