মাসে ১০ হাজার জমিয়েই ২.৬৭ কোটির মুনাফা এই ফান্ডে
abp live

মাসে ১০ হাজার জমিয়েই ২.৬৭ কোটির মুনাফা এই ফান্ডে

Published by: ABP Ananda
Image Source: Freepik
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কম্পাউন্ডিংয়ের মজা পাওয়া যায়।
abp live

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কম্পাউন্ডিংয়ের মজা পাওয়া যায়।

Image Source: Freepik
অল্প টাকা জমালেও বহু সময় ধরে বাড়তে বাড়তে মোটা রিটার্ন মেলে।
abp live

অল্প টাকা জমালেও বহু সময় ধরে বাড়তে বাড়তে মোটা রিটার্ন মেলে।

Image Source: Freepik
এমনই একটি ফান্ডে ১০ হাজারের SIP-তে রিটার্ন মিলেছে ২.৬৭ কোটি।
abp live

এমনই একটি ফান্ডে ১০ হাজারের SIP-তে রিটার্ন মিলেছে ২.৬৭ কোটি।

Image Source: Freepik
abp live

ফান্ডের নাম আইসিআইসিআই মাল্টি অ্যাসেট ফান্ড।

Image Source: Freepik
abp live

২০০২ সাল থেকে এই ফান্ডে SIP করলে ২২ বছরেই হতেন কোটিপতি।

Image Source: Freepik
abp live

১০ হাজারের SIP-তে এই ফান্ডে ৩ বছরে রিটার্ন দিয়েছে ৫.১৩ লাখ।

Image Source: Freepik
abp live

১০ বছরের হিসেবে SIP রিটার্ন এসেছে ৩০.৩২ লাখ টাকা।

Image Source: Freepik
abp live

আর ১৫ বছরে মাত্র ৬ লাখ বেশি বিনিয়োগ করে রিটার্ন পেতেন ৬৯.৩৭ লাখ টাকা।

Image Source: Freepik
abp live

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Image Source: Freepik