লোকসভা নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে ভারতের শেয়ার বাজারের ভবিষ্যৎ।



৪ জুন ফল প্রকাশের দিকেই এখন তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা



বাজার বিশেষজ্ঞরা বলছেন, মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ধরে রাখলেও বাজার পড়তে পারে।



গত নির্বাচনে প্রাপ্ত আসনের তুলনায় আসন কম হলে বাজার তা নেতিবাচকভাবে নিতে পারে।



যদি বিজেপি নতুন আসন যোগ করতে সক্ষম হয়, তবে এটি আরও ভাল হবে।



গেরুয়া ব্রিগেডের সংখ্যা 400-সিট অতিক্রম করলে বাজারের জন্য ইতিবাচক হিসাবে দেখবেন বিনিয়োগকারীরা।



এনডিএ 400 আসন পাবে বলে দাবি করেছেন মোদি। এই দাবির ফলেই বিনিয়োগকারীদের মধ্যে একটি মানদণ্ড তৈরি হয়েছে।



ক্ষমতাসীন দল কতগুলো আসন নিশ্চিত করতে পারবে সেই বিষয়ে আগে বিনিয়োগকারীদের একটি কল নিতে হবে।



সেই ক্ষেত্রে আত্মবিশ্বাসী না হলে তাদের প্রফিট বুক করা উচিত। অন্যথায় তারা পুট অপশন কিনতে পারে।