আজ মার্চ মাসের শুরু দিনে কমল না বাড়ল সোনার দাম ? কেনার আগে দেখে নিন রেটচার্ট।

শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৬২১১ টাকা প্রতি গ্রাম।

অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১০ টাকা বেড়ে হল ৬০০০ টাকা।

যেখানে ৬০০০ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৫২ টাকা।

আজ শুক্রবারের বাজারে দাম গতকালের রেটের মতই আছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে।

রুপোর দাম আজ আবার বেড়েছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৬৯৯১৩ টাকা।

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়।