স্বস্তির দিন শেষ তবে ? আজ সোনা কিনতে গেলে কত খরচ পড়বে ? দেখে নিন রেটচার্টে।

শনিবার ২৪ ক্যারেট সোনার দাম ৮৪ টাকা বেড়ে হয়েছে ৬৩৩৩ টাকা প্রতি গ্রাম।

অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৭৬ টাকা বেড়ে হল ৬১১৮ টাকা।

আজ শনিবারের বাজারে দাম গতকালের রেটের মতই আছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে।

অন্যদিকে, রুপোর দাম আজ আবার বেড়েছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭১০৬৬ টাকা।

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।

সোনার ক্যারেট যত কমবে সোনায় তত বেশি খাদ মেশানো থাকবে। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা ও ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন।

স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।