বাজেটের পর থেকেই কাস্টম ডিউটি কমে যাওয়ার কারণে দাম অনেকটাই কমে যায় একধাক্কায়



গত সপ্তাহে এই দাম পড়েই চলেছে। শুক্রবার পর্যন্ত পতনের পর আজ ফের ঘুরে দাঁড়িয়েছে সোনা।



আজ গতকালের থেকে ২৪ ক্যারাট, ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে বাজারে। সোনা কিনতে আজ খানিক বেশ খরচ হবে গতকালের তুলনায়।



আজকে সোনার দর কত ? (২৭ জুলাই, ২০২৪)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৬৮৬৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৫৫৫



২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬২৪৬
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৩৮৮

রুপো (৯৯৯) ১ কেজি ৮২,০৭৭



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।



সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়।



এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।



যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*