এক সপ্তাহে বড় ধস নেমেছে সোনার দামে, আজও সেই একই অবস্থা



বাজার বিশেষজ্ঞরা বলছেন আরও কমতে পারে সোনার দাম, তবে এই কারেকশনের পর ফের উঠতে পারে সোনা



সোনার দামের উপর থেকে কাস্টম ডিউটি এবারের বাজেটে ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করে দিয়েছে কেন্দ্র সরকার।







ফলে সোনার দাম তারপর থেকেই অনেক কমে গিয়েছে। আজ রাজ্য়ে কত হল দর ?


আজকে সোনার দর কত ? (২৬ জুলাই, ২০২৪)
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৬৮১৫



২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৫০৮
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬২০২
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৩৫০



রুপো (৯৯৯)১ কেজি, ৮১,৮২৭ টাকা হয়েছে। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।



সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।