স্টেট ব্যাঙ্কের এই বিশেষ স্কিমে বিনয়োগ করলে বেশি সুদ পাবেন। তবে আমানত রাখতেও হবে আগের থেকে বেশি মেয়াদে। সাধারণের থেকে প্রবীণ নাগরিকরা বেশি লাভবান হবেন তাঁরা পাবেন সাধারণের থেকে বেশি, তাই প্রবীণ নাগরিকের নামে অ্যাকাউন্ট থাকলে ভাল SBI হাজির হয়েছে নতুন Amrit Vrishti Scheme নিয়ে এটি একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম সাধারণ মানুষরা ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.২৫ শতাংশ সুদ পাবেন স্টেট ব্যাঙ্কেও বিগত ১৫ জুলাই থেকে চালু করেছে এই বিশেষ প্রকল্প। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে এই স্কিম এই দিন পর্যন্ত এই বিশেষ স্থায়ী আমানত প্রকল্পে আবেদন করতে পারবেন আপনিও। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫% সুদ।