প্রতিদিন ওঠানামা করে সোনা-রূপোর দাম। বৈশাখ মাস আসছে, বিয়ের মাস। তার আগে সোনার দামে চোখ রাখেন অনেকেই। কিন্তু আজ বাজারে সোনা-রূপোর ঠিক দাম কী? সোনা-রূপার ঠিক দাম জানতে মুশকিল আসান এবিপি লাইভ বাংলা। দাম জানিয়ে দিচ্ছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। আজ, ২৯ মার্চ, ২০২৪- এ কোন সোনার কত দাম? ২৪ ক্যারেটের দাম কি বাড়ল? কোথায় দাঁড়িয়ে ২২ ক্যারেটের দাম? থাকল এখানে। ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬৭৯৮ টাকা। সোনার গয়না তৈরি করতে মূলত ২২ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। আজ ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি গ্রামে দাম পড়বে ৬৫৬৭ টাকা ২২ ক্যারেটের সোনা যদি বিক্রি করা হয় তাহলে ১ গ্রামের জন্য আজ দাম পাওয়া যাবে ৬১৮৬ টাকা। পাথর বসানো বা হিরে বসানোর গয়নার জন্য় ব্য়বহার করা ১৮ ক্যারেট সোনা। আজ তার দাম ১ গ্রামে ৫৪১১ টাকা রুপো (৯৯৯)র ব্যবহার নানাভাবে হয়ে থাকে। আজ ১ কেজি রুপোর দাম ৭৪৬২৯ টাকা সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। শুধু গয়নার জন্যই নয়, বিনিয়োগের মাধ্যম হিসেবেও সোনা ও রূপা খুবই গুরুত্বপূর্ণ। তাই অনেকেই বিনিয়োগের সময় ভরসা করেন এতে।