নতুন অর্থবর্ষের প্রথম দিনেই শেয়ার বাজারের মত সোনার দামেও দুরন্ত গতি। হু হু করে বেড়ে গেল সোনার দাম।

আজ সপ্তাহের প্রথম দিনেই প্রায় ১০০ টাকা প্রতি গ্রামে বেড়ে গেল সোনার দাম। রাজ্যে আজ কত চলছে রেট ?

শনিবারের তুলনায় আজ সোমবার ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে। গ্রাম প্রতি ৭৫ টাকা বেড়ে হয়েছে ৬৮৭৩ টাকা।

অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৭২ টাকা বেড়ে হয়েছে ৬৬৩৯ টাকা

সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬২৫৪ টাকা, আজ শনিবারও একই রেট আছে বাজারে।

১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৪৭০ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে।

আজকের রুপোর দাম ৭৫,৭৯৯ টাকা প্রতি কেজিতে। সোনা ও রুপো কেনার সময়ে দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন।

স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।

Thanks for Reading. UP NEXT

আজ কোথায় দাঁড়িয়ে সোনার দাম?

View next story