এবার সপ্তাহের শুরুতেই দাম কমে গেল সোনার। সোমবারের বাজারে সস্তা হল সোনা। আজ রাজ্য জুড়ে কত চলছে সোনার দাম ?
দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। তাহলে কীভাবে বুঝবেন আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
আজ ২৯ এপ্রিল সোমবার দাম কী হল সোনার ? শনিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ অনেকটাই কমে গিয়েছে।
আজ গ্রাম প্রতি সোনার দাম কমে হয়েছে ৭২৩২ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম হয়েছে ৬৯৬৪ টাকা।
সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫৪০ টাকা।
১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭৩৮ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে। আজকের রুপোর দাম ৮০,৯৮৯ টাকা প্রতি কেজিতে।
আজকের সোনার দর (২৯ এপ্রিল, ২০২৪):
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭২০৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৬৪
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৫৪০
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭৩৮
রুপো (৯৯৯) ১ কেজি ৮০,৯৮৯
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*