বিয়ের মরশুমে এবার সস্তা হল সোনা। যে হারে দাম বাড়ছিল গত সপ্তাহেও, তাঁর থেকে এবার কিছুটা রেহাই মিলল গ্রাহকদের।

সোনার দামে কতটা স্বস্তি পেলেন গ্রাহকরা ? কতটা কমল সোনার দাম ? দেখে নিন আজকের রেটচার্ট।

আজ ২৩ এপ্রিল মঙ্গলবার দাম কী হল সোনার ? সোমবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ আরও কমে গিয়েছে।

আজ গ্রাম প্রতি সোনার দাম কমে হয়েছে ৭১৬৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম হয়েছে ৬৯১৯ টাকা।

সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫১৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭০২ টাকা।

রুপোর দাম আজ কিছুটা বেড়েছে। আজকের রুপোর দাম ৮০,০১৯ টাকা প্রতি কেজিতে।

আজকের সোনার দর (২৩ এপ্রিল, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭১৬৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯১৯
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৫১৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭০২


রুপো (৯৯৯) ১ কেজি ৮০,০১৯

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ।

Thanks for Reading. UP NEXT

জাল লোন অ্যাপে ক্লিক করছেন না তো ? কীভাবে বুঝবেন আসল নকল ?

View next story