টিডিএস যাতে না কাটে তাঁর জন্য এই ফর্ম জমা করতে হয়।



ফিক্সড ডিপোজিট, ইপিএফের টাকা তোলার সময় লাগে এই ফর্ম।



ইপিএফ থেকে ৫০,০০০-এর বেশি টাকা তুললে 15G জমা করতে হয়।



তা নাহলে টাকা তোলার সময় ১০ শতাংশ টিডিএস কাটে।



ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও একই ব্যাপার।



ষাটোর্ধ্ব ব্যক্তিদের ৫০,০০০-এর বেশি সুদ আসলে টিডিএস কাটবে।



তাই টিডিএস থেকে বাঁচতে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে 15H ফর্ম।



৬০-এর কম বয়সীদের জন্য 15G এবং প্রবীণদের জন্য 15H।



এই 15G বা 15H একটি সেলফ ডিক্ল্যারেশন ফর্ম।



টিডিএস না কাটার জন্য করদাতাদের এই ফর্ম জমা করা জরুরি।



Thanks for Reading. UP NEXT

২৩৩ কোটির অর্ডার, এক বছরে ২০০ % রিটার্ন দিয়েছে এই স্টক

View next story