মাঝে দাম কমলেও ফের অনেকটাই ওপরে উঠে এসেছে সোনার



তবে রাখির আগে বাংলায় সোনার দামে বড় ধাক্কা। পরপর দাম বেড়েই চলেছে সোনার।



বাজার বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই ৮২,৮০০ টাকা ছাড়িয়ে যাবে সোনার দাম



শনিবার ১৭ অগাস্টও সোনার দাম বেড়ে গিয়েছে গতকালের থেকে। এখন কিনতে গেলে কত খরচ হবে ?


আজকে সোনার দর কত ? (১৭ অগাস্ট, ২০২৪)
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭১৪২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৭৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৪৯৯
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৫৭০



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।



অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।



সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়।



এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।



যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*