কমে এলেও হু হু করে অনেকটা লাফ দিল সোনার দাম। ২৪ ক্যারাট সোনার দাম এবারে ৭৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে।



অন্যদিকে ২২ ক্যারাট সোনার দামও ৭০ হাজারের কাছাকাছি চলছে। দাম বৃদ্ধি শুরু হলে মধ্যবিত্তের কাছে সোনা স্বপ্নই থেকে যায়।



ইতিমধ্যেই স্বর্ণবিক্রেতারা জানিয়েছেন যে সোনা বিক্রি তেমন হচ্ছে না



ফলে বাজেটে যাতে সোনার উপর জিএসটি কমানো হয় তাঁর আর্জি জানানো হয়েছে। আজ কত দরে বিকোচ্ছে সোনা



আজকে সোনার দর কত ? (৬ জুলাই, ২০২৪)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৩০২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৭৩



আজকের দাম
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৬৪৫
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭৩২

রুপো (৯৯৯) ১ কেজি ৯১,৯৩১



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।



সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়।



এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।



যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*