৭০ হাজার পেরিয়ে প্রথমে ৭১ হাজার, তারপর ৭২ হাজারের সীমাও পেরিয়ে গেল সোনা।

আজ মঙ্গলের বাজারে ২৪ ক্যারাট সোনার দাম ছুঁয়েছে ৭৩ হাজারের সীমা। হু হু করে বেড়েই চলেছে দাম।

মধ্যবিত্তের হাতের নাগালে আর থাকবে তো ? আজ সোনা কিনতে গেলে কত খরচ হবে ? দেখে নিন রেটচার্টে।

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার দাম ফের বাড়ল সোনার। গতকাল সোমবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে গিয়েছে।

আজ মঙ্গলবার গ্রাম প্রতি ৬১ টাকা বেড়ে হয়েছে ৭৩০৬ টাকা। ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৬০ টাকা বেড়ে হয়েছে ৭০৫৮ টাকা।

সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৬৪৮ টাকা।

১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৮১৫ টাকা। রুপোর দাম আজ খানিক কমে গিয়েছে। আজকের রুপোর দাম ৮৩,৫৮০ টাকা প্রতি কেজিতে।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৩০৬
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭০৫৮
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৬৪৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৮১৫
রুপো (৯৯৯) ১ কেজি ৮৩,৫৮০

উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।


স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।