বাজার বিশেষজ্ঞরা বলছেন কিছুদিনের মধ্যেই সোনার দাম বেড়ে পৌঁছে যাবে ৭০ হাজারে।

তাঁর আগে অনেটাই কমে গেল সোনার দাম। এটাই সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।

পড়তি দামে চটপট আগামী উৎসব অনুষ্ঠানের কথা মাথায় রেখে কিনে ফেলুন সোনা। অনেক সাশ্রয় হবে। গতকালের থেকেও আজ দাম কমে গিয়েছে সোনার।

রাজ্যে মঙ্গলবার ১২ মার্চ কত হল সোনা-রুপোর দাম ? দেখে নিন রেটচার্টে।

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ।

এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর।

দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর।

প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?

আজকের সোনার দর (১২ মার্চ, ২০২৪): সোনা ওজন দাম (টাকায়) , ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম, ৬৫৪০

২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম, ৬৩১৮, ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম, ৫৯৫১, ১৮ ক্যারেট ১ গ্রাম-৫২০৬, রুপো (৯৯৯) ১ কেজি- ৭৩২৭০