গত সপ্তাহে যে হারে দাম বাড়ছিল তাতে স্বস্তি মিলেছে। এই সপ্তাহের দাম খানিক কমেছে সোনার। গতকাল শুক্রবার দাম পড়েছে সোনার। আজ সেই দামই বজায় আছে বাজারে। ১৬ মার্চ শনিবার ২৪ ক্যারেট সোনার দাম ৬৫২৯ টাকা। গহনার সোনা ২২ ক্যারেটের দাম প্রতি গ্রামে ৬৩০৭ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৫১৯৭ টাকা। রুপোর দাম আজ অনেকটা কমেছে আবার। প্রতি কেজিতে আজ রুপোর দাম ৭৪২৯১ টাকা। এই দাম নির্ধারিত হয়েছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্যের ভিত্তিতে।