সুকন্যা সমৃদ্ধি যোজনায় কতজন মেয়ের জন্য অ্যাকাউন্ট খোলা যায় ? জানুন নিয়ম

Published by: ABP Ananda
Image Source: Getty

মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই সরকারি স্কিমে অনেকেই টাকা রাখেন।

Image Source: Getty

এই স্কিমে পোস্ট অফিস আমানতকারীদের বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।

Image Source: Getty

অনেক বাবা-মা আছেন যাদের একটি মাত্র কন্যা সন্তান, আবার কারও কারও একাধিক কন্যা সন্তান।

Image Source: Getty

সেক্ষেত্রে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে কতজন মেয়ের অ্যাকাউন্ট খোলা যাবে জানেন ?

Image Source: Getty

সরকারের নিয়ম অনুসারে বাবা-মা কেবলমাত্র সর্বাধিক দুজন মেয়ের নামেই এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Image Source: Getty

তবে একটি মেয়ের পরে যদি আরও দুই যমজ কন্যা সন্তানের জন্ম হয় সেক্ষেত্রে ৩ জনের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খোলানোর নিয়ম রয়েছে।

Image Source: Getty

ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বোচ্চ বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে টাকা জমানো যায়।

Image Source: Getty

এই স্কিমে বিনিয়োগ করমুক্ত অর্থাৎ এই স্কিম থেকে পাওয়া রিটার্নের উপরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না।

Image Source: Getty