কিছু বিনিয়োগকারীর বরাতেই এই ধরনের শেয়ার জোটে। এক বছরেই কয়েক গুণ রিটার্ন পাওয়া যায় এই ধরনের স্টকে।



৫ বছরে বিহারের এই কোম্পানির শেয়ার ১ লক্ষ টাকা থেকে ২ কোটি হয়েছে। এখন বিনিয়োগ করলে লাভ পাবেন ?



আজ এখানে আমরা বিহারের পাটনার একটি কনজিউমার ইলেকট্রনিক্স রিটেইল কোম্পানি আদিত্য ভিশনের কথা বলছি।



পাঁচ বছরে ২০,৪৮৩ শতাংশ রিটার্ন দিয়েছে। কেউ যদি এই স্টকে ১ লক্ষ টাকার বিনিয়োগ করে থাকে, তাহলে তা ২ কোটি হয়ে যেত



২০২৫ সালে মুনাফা বুকিং ও উপভোক্তা চাহিদা হ্রাসের কারণে আদিত্য ভিশনের শেয়ার বছরের শুরু থেকে ১৮ শতাংশ কমেছে।



প্রথম ত্রৈমাসিকে আদিত্য ভিশনের রাজস্ব ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাজারের প্রত্যাশার চেয়ে প্রায় ২ শতাংশ বেশি।



উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মতো পণ্য প্রস্তুত করে এই কোম্পানি



মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।



বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।