বিগত ৪ বছরে ৪০০ শতাংশ মুনাফা দিয়েছে এই সংস্থার স্টক।
Published by: ABP Ananda
Image Source: ABPLive AI
এখন বড় ঘোষণা করেছে সংস্থা, ফলে নজরে থাকবে এর স্টক।
Image Source: ABPLive AI
সোমবারের বাজারে আপনিও দেখে রাখতে পারেন এই স্টক।
Image Source: ABPLive AI
সংস্থার নাম পাবনা ইন্ডাস্ট্রিজ। মাল্টিব্যাগার এই স্মলক্যাপ স্টকে এসেছে বিপুল মুনাফা।
Image Source: ABPLive AI
সম্প্রতি স্মার্টচিপ মাইক্রোইলেকট্রনিক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ ঘোষণা করেছে তারা।
Image Source: ABPLive AI
বিগত ৫টি ট্রেডিং সেশনে এই স্টকের দাম ৭ শতাংশ বেড়েছে।
Image Source: ABPLive AI
কিন্তু গত এক মাসে ৫.৬৮ শতাংশ ধস নেমেছে এই স্টকে।
Image Source: ABPLive AI
১৪ অগাস্ট এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই জয়েন্ট ভেঞ্চারের কথা জানায় সংস্থা।
Image Source: ABPLive AI
বাজার বিশেষজ্ঞদের মতে এই কারণে সোমবার স্টকের দামে বদল আসতে পারে। ফের বাড়তে পারে দাম।
Image Source: ABPLive AI
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।