মুকেশ আম্বানির একদা রিলায়েন্স জিও-র চেয়ারম্যান ছিলেন

Published by: ABP Ananda
Image Source: Instagram/voompla

দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

Image Source: Instagram/ambaniisha

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি বহুজাতিক কোম্পানি।

Image Source: Instagram/nitaambani_

এতে জিও-রও কিন্তু বড় ভূমিকা রয়েছে।

Image Source: Instagram/nitaambani.re

বর্তমান সময়ে রিলায়েন্স জিও এর চেয়ারম্যান কিন্তু মুকেশ আম্বানি নন বরং বড় ছেলে আকাশ আম্বানি।

Image Source: Instagram/anantambanii

এখনও কি মুকেশ আম্বানি জিও থেকে মাসিক বেতন পান?

Image Source: Instagram/computer_science_engineers

বর্তমানে মুকেশ আম্বানি জিও থেকে কোনো বেতন গ্রহণ করেন না।

Image Source: Instagram/mukesh.ambani

তবে সবসময় কিন্তু এমনটা ছিল না।

Image Source: Instagram/startup.decoding

অতীতে রিলায়েন্স থেকে বছরে ১৫ কোটি টাকা বেতন নিতেন মুকেশ, তবে করোনার পরে তিনি বেতন নেওয়া বন্ধ করে দেন।

Image Source: Instagram/nita.ambani

গত পাঁচ বছর ধরে মুকেশ আম্বানি কোনো বেতন নেননি, যার মধ্যে জিওও অন্তর্ভুক্ত।

Image Source: Instagram/yogenshah_s

তবে মুকেশ আম্বানি তাঁর সম্পত্তি এবং রিলায়েন্সের বিভিন্ন ব্যবসা থেকে লাভ করেন।

Image Source: Instagram/yogenshah_s