যদি এই উপায়গুলো অবলম্বন করেন, তাহলে এটিএম প্রতারণার মতো ঘটনা ঘটবে না আপনার সঙ্গে

Published by: ABP Ananda
Image Source: pexels

এ টি এম এর ব্যবহার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে

Image Source: pexels

এ টি এম থেকে টাকা তোলা সহজ । ইদানিং এটিএম থেকে নানা ভাবে টাকা তুলে নেয় প্রতারকরা।

Image Source: pexels

স্কিমিং, কার্ড-ট্র্যাপিংয়ের মতো কৌশল ব্যবহার করে প্রতারকরা আপনার কার্ড, পিন বা ওটিপি চুরি করে।

Image Source: pexels

আসুন কিছু এমন উপায় বলি যা অবলম্বন করে আপনি ATM জালিয়াতি থেকে বাঁচতে পারেন

Image Source: pexels

সবসময় ব্যাংকের অফিসিয়াল এটিএম ব্যবহার করুন। রাস্তার পাশে, অন্ধকারাচ্ছন্ন, সংকীর্ণ বা সন্দেহজনক মেশিনগুলি এড়িয়ে চলুন।

Image Source: pexels

পিন দেওয়ার সময়, আপনার হাত দিয়ে কীবোর্ডটি ঢেকে নিন যাতে অন্য কেউ দেখতে না পারে।

Image Source: pexels

যদি কার্ড ডিসপ্লেতে আটকে যায় তবে অবিলম্বে এটিএম বোতাম বন্ধ করে ব্যাংককে জানান

Image Source: pexels

এছাড়াও আপনার পিন কারো সঙ্গে শেয়ার করবেন না এবং ওটিপি তো কখনোই বলবেন না

Image Source: pexels

যদি কোনো অস্বাভাবিক লেনদেন নজরে আসে, তাহলে অবিলম্বে ব্যাংককে ফোন করুন।

Image Source: pexels