বেশ কিছু প্ল্যাটফর্মে এই সুবিধে মেলে। গ্রো, অ্যাঞ্জেল ওয়ান ইত্যাদি বিনিয়োগ প্ল্যাটফর্মে এই সুবিধে রয়েছে। মানতে হবে কিছু পদ্ধতি।
Image Source: freepik
এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলিকে বন্ধক রেখে আপনি নির্দিষ্ট অঙ্কের ঋণ পাবেন। এর জন্য মাসে মাসে ইএমআই দিতে হবে না। শুধু আপনার নেওয়া ঋণের উপর ধার্য সুদ সহ টাকা নির্দিষ্ট মেয়াদের মধ্যে জমা করে দিতে হবে।
Image Source: freepik
এতে একইসঙ্গে আপনার করা বিনিয়োগের মূল্য বাড়তে থাকবে এবং এর সঙ্গেই আপনার প্রয়োজনীয় ঋণ নিয়ে তাৎক্ষণিক অসুবিধে দূর করা যাবে।
Image Source: freepik
ঋণের পরিমাণ ২ কোটি টাকা পর্যন্ত হতে পারে এবং মাত্র ১০ মিনিটের মধ্যেই এই ঋণ মঞ্জুর হয়ে যায়।
Image Source: freepik
এক্ষেত্রে আপনাকে প্রথমেই নির্দিষ্ট অ্যাপে Loan Against Mutual Fund অপশনে যেতে হবে। ফোনপে-তে এই সুবিধে দেওয়া হয়েছে। এই অ্যাপে পাবেন উল্লিখিত অপশন।
Image Source: freepik
আপনার প্যান নং আর ওটিপি বসালেই আপনার মিউচুয়াল ফান্ডের তালিকা আসবে যার বিপরীতে ঋণ নিতে পারেন এবং কত টাকা ঋণ পাবেন সেই অঙ্ক স্ক্রিনে দেখানো হবে।
Image Source: freepik
এরপরে কেওয়াইসি শেষ করে লোন কন্ট্রাক্টে ডিজিটাল সিগনেচার করে দিতে হবে। সুদ দেওয়ার জন্য মান্থলি অটোপে সিস্টেম চালু রাখতে হবে।
Image Source: freepik
সঙ্গে সঙ্গে আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঋণের টাকা জমা হয়ে যাবে। এতে আপনার মিউচুয়াল ফান্ড ইউনিট বিক্রিও হল না, আর আপনার নগদ টাকার প্রয়োজনও মিটে গেল।